বাসস দেশ-৪৭ : বঙ্গবন্ধুর জন্মদিনে ওসমানী হাসপাতালে শিশুদের জন্য ৪শ’ পাউন্ডের কেক

146

বাসস দেশ-৪৭
বঙ্গবন্ধু-জন্মদিন-শিশু-কেক
বঙ্গবন্ধুর জন্মদিনে ওসমানী হাসপাতালে শিশুদের জন্য ৪শ’ পাউন্ডের কেক
সিলেট, ১৭ মার্চ ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের জন্য চারশ পাউন্ডের কেক কেটে খাওয়ানো হয়েছে। আজ বুধবার সকালে বিশাল এই কেকটি কাটার মধ্য দিয়ে জাতীয় শিশু দিবসের কার্যক্রম শুরু হয়।
কেক কাটা ছাড়াও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ৯টায় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এছাড়া হাসপাতালের উদ্যোগে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, রক্তদান ও হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক।
হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আজিজুর রহমান রোমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়, কলেজের উপাধ্যক্ষ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. শিশির চক্রবর্তী, গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাসরীন আখতার, সার্জারি বিভাগের প্রধান ডা. ডি এ হাসান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুব উল আলম, মিড লেভেল চিকিৎসক পরিষদের সভাপতি ডা. প্রশান্ত সরকার, সহসভাপতি ডা. জহিরুল হক রোমান, ডা. সুব্রত রায়, ডা. গৌতম রায়, সাধারণ সম্পাদক ডা. এম নুরুল ইসলাম, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. সুমন রায়, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক প্রমুখ।
হাসপাতালে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ, মিড লেভেল চিকিৎসক পরিষদ, ইন্টার্ন চিকিৎসক পরিষদ, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা, স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন (এসডব্লিউও), তৃতীয় শ্রেণি কল্যাণ পরিষদ ও চতুর্থ শ্রেণি কল্যাণ পরিষদ।
বাসস/সংবাদদাতা/২১০৫/এবিএইচ