নড়াইলে বঙ্গবন্ধুর ১০১তমজন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

151

নড়াইল, ১৭ মার্চ, ২০২১(বাসস) : জেলায় প্রত্যুষে ৩১বার তপোধ্বনির মধ্যদিয়ে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচির সূচনা হয়। বুধবার সকাল ৮টায়জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সকালে বঙ্গবন্ধু চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শেষ হয়। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সরকারী বিভিন্ন দপ্তর, আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে জেলা শিল্পকলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া নড়াইল পৌরসভায় ১০১ পাউন্ডের কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচির মধদিয়ে দিনটি পালিত হচ্ছে।
এসব কর্মসূচিতে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।