বাসস দেশ-৫১ : বিভিন্ন জেলায় জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত

163

বাসস দেশ-৫১
ভোক্তা অধিকার দিবস- সারাদেশ
বিভিন্ন জেলায় জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত
ঢাকা, ১৫মার্চ ২০২১(বাসস): ‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট, নড়াইল ও কুমিল্লা, ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন জেলায় আজ সোমবার জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
বাসস-এর জয়পুরহাট সংবাদদাতা জানান, জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আজ এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উদ্যেগে জেলা প্রশাসন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষন কমিটি ও কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ যৌথভাবে এ আলোচনাসভা আয়োজন করে।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুহা. রেজা হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোমাইয়া আক্তার, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির আহবায়ক গোলাম হক্কানী, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনি, মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
বাসস-এর নড়াইল সংবাদদাতা জানান, জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আজ জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে আলোচনাসভা ও ‘ট্রাক শো’র আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে আরও রাখেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ফকরুল আসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণা রায় প্রমুখ।
বাসস-এর কুমিল্লা (দক্ষিণ) সংবাদদাতা জানান, জাতীয় ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে জেলায় আজ আলোচনাসভা ও ‘ট্রাক শো’ অনুষ্ঠিত হয়েছে।আজ দুপুর আড়াইটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহযোগিতায় কুমিল্লা জেলা প্রশাসন এ আলোচনাসভা আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শওকত ওসমান জেলায় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলি, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার, জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা আরিফুল হাসান, কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকউল্লাহ খোকন, রেস্তোরা মালিক সমিতির সম্পাদক নাছিরুল আলম মজুমদার প্রমুখ।
এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা তথ্য অফিসের সহযোগিতায় জেলার জনগুরুত্বপূর্ণ স্থানে ভোক্তা অধিকার নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
বাসস-এর ঠাকুরগাঁও সংবাদদাতা জানান, ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আদালত চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কার্যক্রম উদ্বোধন করেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বন্যা প্রমুখ।
বাসস/এনডি/সংবাদদাতা/২০৪২/এমকে