বাসস দেশ-৫০ : হবিগঞ্জে বাল্যবিয়ে ও যৌতুক প্রতিরোধে ইমাম ও ধর্মীয় ব্যাক্তিত্বদের অঙ্গীকার

188

বাসস দেশ-৫০
বাল্যবিয়ে ও যৌতুক- অঙ্গীকার
হবিগঞ্জে বাল্যবিয়ে ও যৌতুক প্রতিরোধে ইমাম ও ধর্মীয় ব্যাক্তিত্বদের অঙ্গীকার
হবিগঞ্জ, ১৫মার্চ ২০২১ (বাসস): জেলার আজমিরীগঞ্জ উপজেলায় আজ বাল্যবিয়ে ও যৌতুক প্রতিরোধের অঙ্গীকার করলেন একশ’জন ইমাম ও ধর্মীয় ব্যাক্তিত্ব।
আজ সোমবার বিকালে জেলায় ইসলামিক ফাউন্ডেশন-এর সভাকক্ষে হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র সংরক্ষণ সম্পর্কে উদ্বুদ্ধকরণ বিষয়ে খতীব, ইমাম ও ধর্মীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে তিনদিন মেয়াদি প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে তারা এ অঙ্গীকার করেন।
জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান।
এরআগে, গত ১৩ মার্চ প্রধান অতিথি হিসাবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
প্রশিক্ষণে গুজব সন্ত্রাস ও জঙ্গীবাদ ও সন্ত্রাস, বাল্যবিয়ে, মাদক ও যৌতুক নিরোধক আইন, স্বাস্থ্য ও পুষ্টি, প্রজনন স্বাস্থ্য, করোনা সতর্কতাসহ বিভিন্ন আইন ও গুরুত্বপূর্ণ বিষয়ে ১৫টি সেশনে রিসোর্স পার্সনরা প্রশিক্ষণ প্রদান করেন।
বাসস/এনডি/সংবাদদাতা/২০৪০/এমকে