বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

235

বরিশাল, ১৫ মার্চ, ২০২১ (বাসস) : জেলায় আজ সোমবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয় বরিশালের আয়োজনে বর্নাঢ্য ট্রাক শো নগরী প্রদক্ষিণ করে। বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল এর উদ্বোধন করেন। ট্রাক শোর মাধ্যমে দিবসটির প্রতিপাদ্য মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি সংক্রান্ত জারি গান ও থিম গান প্রচার করা হয়।
এছাড়াও সকাল সাড়ে ১০ টায় নগরীর বরিশাল সার্কিট হাউজের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল মেট্রো পলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান ও বরিশাল চেম্বারের সভাপতি সাইদুর রহমান রিন্টু। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) খোন্দকার আনোয়ার হোসেন দিবসটি উপলক্ষে আয়োজিত সকল আয়োজন সফলে সকলের সহযোগিতা কামনা করে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকীতে উদযাপিত হওয়ায় এ বছরে দিবসটি আলাদা গুরুত্ব ও তাৎপর্য বহন করে।