বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে খুলনায় বিস্তারিত কর্মসূচি গ্রহণ

308

খুলনা, ১৪ মার্চ, ২০২১ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে খুলনা জেলা প্রশাসন ও খুলনা নগর ও জেলা ইউনিট বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকল সরকারি ও বেসরকারি ভবনের উপরে জাতীয় পতাকা উত্তোলন করা এবং সকল সর্বোস্তরের মানুষের বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা। এছাড়া মসজিদ, মন্দির, গির্জা এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে তার জন্য বিশেষ প্রার্থনা করা হবে। এই দিনটি উপলক্ষে সকল হাসপাতাল, এতিমখানা এবং কারাগারে বিশেষ খাবার পরিবেশন করা হবে।
বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে এবং স্থানীয় সংবাদপত্রগুলো এই উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। এ উপলক্ষে সড়কে রঙিন ব্যানার এবং ফেস্টুন দিয়ে সাজানো হবে। সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে শিশুদের স্বাস্থ্য বিধি মেনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
স্থানীয় প্রশাসন বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থানগুলোতে শিশুদের জন্য রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পৃথক কর্মসূচি আয়োজন করবে।