বাসস দেশ-৫৪ : ঝালকাঠিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে প্রশিক্ষণ

157

বাসস দেশ-৫৪
নারী-নেত্রী-প্রশিক্ষণ
ঝালকাঠিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে প্রশিক্ষণ
ঝালকাঠি, ১৪ মার্চ, ২০২১ (বাসস) : জেলায় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ণ প্রকল্পের আওতায় ৩০ নারীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আজ সকালে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার ১০ ইউনিয়ন থেকে আসা ৩০ জন নারী এতে অংশ নেন। পরে নারীদের যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর’র প্রশিক্ষণ সমন্বয়কারী জুমু কর্মকার, জেলা সমন্বয়কারী মাহফুজুর রহমান, প্রোগ্রাম অফিসার নূর-ই আলম হায়দারী, উপজেলা সমন্বয়কারী সৈয়দ অলিউর রহমান।
প্রশিক্ষণে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণকারীদের নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাসস/এনডি/সংবাদদাতা/২০৫৫/কেজিএ