বাসস ক্রীড়া-১৯ : কেরালার বন্যাদুর্গতদের পাশে কোহলি

349

বাসস ক্রীড়া-১৯
ক্রিকেট-কোহলি
কেরালার বন্যাদুর্গতদের পাশে কোহলি
লন্ডন, ২১ আগস্ট ২০১৮ (বাসস) : বৃষ্টির কারণে ভয়াবহ বন্যার সাথে লড়াই করছেন ভারতের কেরালার জনগণ। বৃষ্টি থামলেও ত্রাণের জন্য চলছে হাহাকার। সাধারণ মানুষ থেকে তারকারা কেরালার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ইংল্যান্ডের টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত থাকলেও কেরালার বন্যাদুর্গতদের জন্য মন কাঁদছে ভারত অধিনায়ক বিরাট কোহলির।
তাই কেরালার বন্যাদুর্গতদের জন্য লন্ডন থেকে বার্তা পাঠিয়েছেন কোহলি। তিনি বলেন, ‘আশা করব কেরলাবাসী সুস্থ থাকবেন। খুব বেশি প্রয়োজন না হলে এই ভয়াবহ বন্যায় বাড়ির বাইরে বেরুবেন না। আশা করছি পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। ভারতীয় সেনাবাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে অসংখ্য ধন্যবাদ। সবাই শক্ত হোন। সাবধানে থাকুন।’
বাসস/এএমটি/১৭৩০/মোজা/স্বব