পুরোদমে এগিয়ে চলছে তিস্তা সেতুর নির্মাণ কাজ

635

গাইবান্ধা, ১০ মার্চ, ২০২১ (বাসস): জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরহাট এবং কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার চিলমারী খেয়াঘাট পয়েন্টের মধ্যে বহুল প্রতীক্ষিত তিস্তা ব্রীজের নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ৩৬৭ কোটি টাকা ব্যয়ে ১,৪৯০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণ কাজ করছে।
সূত্র জানায়, সেতুর দু’পাশে সংযোগ সড়ক তৈরির লক্ষে গাইবান্ধা পয়েন্টে ৬৮ দশমিক ৩৪ হেক্টর এবং কুড়িগ্রাম পয়েন্টে ২২ দশমিক ৫০ হেক্টর ভূমি অধিগ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, সেতু থেকে ৮৬ কিলোমিটার দীর্ঘ সড়ক সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কের সাথে সংযুক্ত হবে বলে ।
গাইবান্ধার জেলা প্রশাসক আবদুল মতিন মঙ্গলবার সেতু পরিদর্শন করেছেন এবং তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন।
প্রকল্প পরিচালক আব্দুল মালেক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান কবির, উপজেলা চেয়ারম্যান আশরাফুল ইসলাম লেবু এ সময় উপস্থিত ছিলেন।
এরআগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের ২৫ জানুয়ারি গাইবান্ধা শহরের শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে ফলক উম্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান কবির বাসসকে বলেন, গার্ডার সেতুটিতে ৩০টি পিলার থাকবে এবং পিলার নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।