বাসস দেশ-৫০ : মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সিলেটে ১২ দিন আলোকসজ্জা

144

বাসস দেশ-৫০
মুজিববর্ষ-স্বাধীনতা-সিলেট-আলোকসজ্জা
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সিলেটে ১২ দিন আলোকসজ্জা
সিলেট, ১০ মার্চ, ২০২১ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিলেট মহানগরের সব মার্কেটে আলোকসজ্জা করার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীদের সংগঠন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। আগামী ১৫ মার্চ থেকে ২৭ মার্চ ১২ দিন একযোগে এই আলোকসজ্জা থাকবে।
সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব বাসসকে এ তথ্য নিশ্চিত করে জানান, চেম্বারের জরুরি সভায় সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও, বছরজুড়ে আরো কর্মসূচি গ্রহণ করা হবে।
তিনি বলেন, চলতি বছর আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী হতে চলেছে। যা সমগ্র বাঙালির জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয়। গত বছর করোনা পরিস্থিতির কারণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচি বাস্তবায়ন করা যায়নি। এ বছর একইসঙ্গে দুই কর্মসূচি পালন করা হবে।
এ উপলক্ষে তিনি সিলেটের সব মার্কেট ও মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে আলোকসজ্জা করার আহ্বান জানান।
সভায় বক্তব্য দেন সিলেট চেম্বারের সহসভাপতি তাহমিন আহমদ, পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, পরিচালক মো. আব্দুর রহমান জামিল, মো. আমিনুজ্জামান জোয়াহির, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল প্রমুখ।
বাসস/সংবাদদাতা/২০০৫/আরজি