বাসস দেশ-৫৪ : সেন্টমার্টিনে ৫ মাদক পাচারকারী আটক ॥ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

226

বাসস দেশ-৫৪
ইয়াবা উদ্ধার-গ্রেফতার
সেন্টমার্টিনে ৫ মাদক পাচারকারী আটক ॥ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার
ঢাকা, ৮ মার্চ, ২০২১ (বাসস): টেকনাফ থানাধীন সেন্টমার্টিনের লাইট হাউজ থেকে ৪ নটিক্যাল মাইল উত্তর পূর্ব দিকে নাফ নদীর মোহনায় অভিযান চালিয়ে ৩০হাজার পিস ইয়াবা ও পাঁচ মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় পাচারকাজে ব্যবহৃত কাঠের একটি নৌকাও জব্দ করা হয়।
আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনা দিয়ে মায়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার (সেন্টমার্টিন) লে: এম আরিফুজ্জামান রনির নেতৃত্বে টেকনাফ থানাধীন সেন্টমার্টিন লাইট হাউজ থেকে ৪ নটিক্যাল মাইল উত্তর পূর্ব দিকে অভিযান পরিচালনা করা হয়। এসময় কোস্টগার্ড কর্মকর্তারা মায়ানমার সীমানা থেকে ১টি কাঠের নৌকা বাংলাদেশ সীমানায় আসতে দেখে এবং নৌকাটি বাংলাদেশ সীমানায় আসার পরে থামার জন্য সংকেত দেওয়া হয়। কোস্টগার্ডের স্পীড বোট দেখে মাদক পাচারকারীরা দ্রুত পালাতে চেষ্টা করলে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে নৌকাটি জব্দ করে। নৌকাটি তল্লাশি করে ৩টি পলিথিনের প্যাকেটে মোড়ানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হচ্ছে- নুরুল আমিন (৫০), আব্দুল কুদ্দুস (৪০), করিম মোল্লা (২৫), ওমর ফারুক (২২) ও সানাম উল্লাহ (৩০)। তারা কক্সবাজার জেলার বাসিন্দা বলে জানাগেছে।
বাসস/সবি/এমএমবি/২১০০/কেএমকে