বাসস দেশ-২০ : গাবতলী পশুর হাটে ভুয়া চিকিৎসক আটক

632

বাসস দেশ-২০
চিকিৎসক-আটক
গাবতলী পশুর হাটে ভুয়া চিকিৎসক আটক
ঢাকা, ২০ আগস্ট, ২০১৮ (বাসস) : গাবতলীর পশুর হাটে দুইজন ভুয়া পশু চিকিৎসককে ১ বছর করে বিনাশ্রম কারাদ- দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
কোরবানির গরুকে স্টেরয়েড জাতীয় ক্ষতিকর ইনজেকশন দেয়ার সময় তাদের আটক করে এ সাজা দেয়া হয়। এ সময় দুইজন গরু ব্যবসায়ীকেও আটক করা হয় এবং তাদের ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে পশুর হাটে অভিযান চালিয়ে ভুয়া পশু চিকিৎসক কুষ্টিয়া কুমারখালী উপজেলার পাইকপাড়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মো. হেকমত আলী শেখ ও একই উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের জাকের আলীর পুত্র মো. তরিকুল ইসলাম এবং গরু ব্যবসায়ী কুষ্টিয়া সদর উপজেলার বটতলা গ্রামের মো. আব্দুল গনির পুত্র মো. আলম ও নওগার নেয়ামতপুর থানার চৌরাপাড়া গ্রামের মো. ওমর আলীর পুত্র মো. রুবেলকে আটক করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বাসস/সবি/এমএসএইচ/২২০৫/-কেজিএ