বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের দ্বিতীয় ম্যাচে কাল মুখোমুখি সবুজ দল-নীল দল

387

ঢাকা, ৭ মার্চ, ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে নারীদের ক্রিকেটে কাল দ্বিতীয় ম্যাচ। সেখানে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সবুজ দল ও বাংলাদেশ নীল দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ১০টায় ওয়ানডে ম্যাচটি শুরু হবে।
গতকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ গেমসের নারী ইভেন্টের ক্রিকেট লড়াই। প্রথম ম্যাচে সালমাদের নীল দল ১০ উইকেটে হারিয়েছে লতা মন্ডলদের লাল দলকে।
প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ঝিলিক-অর্থীদের বাংলাদেশ লাল দল। ২৮ দশমিক ১ বলে সব উইকেট হারিয়ে ৬৩ রানে অলআউট হয় লাল দল। দলের পক্ষে জিন্নাত আসিয়া অর্থী ৫১ বল খেলে সর্বোচ্চ ২১ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ বলে ১০ রান করেন রুবাইয়া হায়দার ঝিলিক। নীল দলের ফারিহা তৃষ্ণা ও সালমার বোলিং পারফরমেন্স দুর্দান্ত ছিলো। নীল দলের তৃষ্ণা ১০ ওভারে ১৩ রান খরচ করে ৬ উইকেট তুলে নেন। অধিনায়ক সালমা ১৪ রান দিয়ে শিকার করেন ২ উইকেট।
লাল দলের দেওয়া ৬৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতেই জয় নিশ্চিত করে নীল দল। মুর্শিদা খাতুন ৩৯ বলে ২৫ ও শামীমা সুলতানা ৫৭ বল খেলে ৩১ রান করে অপরাজিত থাকেন। তাই জয়ের ধারা অব্যাহত রাখতে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ নীল দল।
বাংলাদেশ সবুজ দলের লক্ষ্য, জয় দিয়ে এবারের আসর শুরু করা। দলে আছেন- শারমিন সুলতানা, সানজিদা ইসলাম, টুম্পা খাতুন, রুমানা আহমেদ, রিতু মনি, পান্না ঘোষ ও খাদিজা-তুল-কুবরার মত খেলোয়াড়রা। তাই আসরের শুরুটা ভালো করতে চাইছে তারা।
পহেলা এপ্রিল থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। তবে আগেভাগেই শুরু হয় নারীদের ক্রিকেট ইভেন্ট। আগামী ১ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ গেমসের বিভিন্ন ইভেন্ট। তখন দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের সাথে বাংলাদেশের মেয়েদের সিরিজ রয়েছে। তাই ক্রিকেট ইভেন্টটা আগেই শুরু হলো। এবারই প্রথম বাংলাদেশ গেমসের অন্তর্ভূক্ত হয়েছে ক্রিকেট।
মুজিবর্ষের অংশ হিসেবে এবারের আসর বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস নামে অনুষ্ঠিত হচ্ছে। গত বছর আসরটি হবার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারনে পিছিয়ে যায়।
প্রতিটি দল দু’টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ওয়ানডে বিশ্বকাপ বাছাই থাকায় প্রস্তুতির সুবিধার্থে ৫০ ওভারেই হচ্ছে এবারের ম্যাচগুলো। সেরা দুই দল ফাইনাল খেলবে। আগামী ১২ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সবুজ দল : শারমিন সুলতানা, সানজিদা ইসলাম, টুম্পা খাতুন (উইকেটরক্ষক) রুমানা আহমেদ, রিতু মনি, সুমাইয়া আকতার, পান্না ঘোষ, সানজিদা আক্তার মেঘলা, সান্ধিয়া ইসলাম আশা, খাদিজা-তুল-কুবরা, মিষ্টি রাণী সাহা (অনূর্ধ্ব-১৯), জান্নাতুল মহুয়া (অনূর্ধ্ব-১৯), দিশা বিশ্বাস (অনূর্ধ্ব-১৯), দিলারা আক্তার দোলা (অনূর্ধ্ব-১৯), মারুফা আক্তার (অনূর্ধ্ব-১৯)।
টিম ম্যানেজমেন্ট- সরফরাজ নেওয়াজ (ম্যানেজার), দীপু রায় চৌধুরী (কোচ), ডলার মাহমুদ (সহকারী কোচ)।
বাংলাদেশ নীল দল : মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, একা মল্লিক, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), ইশমা তানজিম, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, জাহানারা আলম, মুমতা হেনা হাসনাত, রাবেয়া, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাল্গুনি চৌধুরী বন্যা (অনূর্ধ্ব-১৯), উন্নতি আক্তার (অনূর্ধ্ব-১৯), স্বর্ণা আক্তার (অনূর্ধ্ব-১৯), রিয়া আক্তার শিখা (অনূর্ধ্ব-১৯)।
টিম ম্যানেজমেন্ট- রুহুল আমিন (ম্যানেজার), শাহনেওয়াজ শহিদ শানু (কোচ), একেএম মাহমুদ ইমন (সহকারী কোচ)।