বাসস দেশ-৪৫ : আগামী ২৬ মার্চ চালু হচ্ছে ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন

126

বাসস দেশ-৪৫
ঢাকা-জলপাইগুড়ি-ট্রেন
আগামী ২৬ মার্চ চালু হচ্ছে ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন
ঢাকা, ২ মার্চ, ২০২১ (বাসস) : আগামী ২৬ মার্চ ঢাকা থকে জলপাইগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে।
রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে আসছেন। এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন একটি আন্ত:দেশীয় যাত্রীবাহী ট্রেন ঢাকা থেকে সরাসরি ভারতের নিউ জলপাইগুড়ি রেল জংশন পর্যন্ত নীলফামারী জেলার চীলাহাটি-হলদিবাড়ী রুটে চালানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।
সপ্তাহে কতদিন চলবে, ট্রেন ছাড়া ও পৌছানোর সময়, ভাড়া, ইমিগ্রেশন, ট্রেনের নাম এ সব বিষয় উভয় দেশের রেল মন্ত্রণালয়ের কর্মকর্তা পর্যায়ে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাসস/সবি/এমএসএইচ/২১১০/-কেএমকে