বাসস দেশ-৪২ : মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলনে মাথা নত করবে না জাতীয় পার্টি : বাবলু

130

বাসস দেশ-৪২
জাপা-সংবাদ-সম্মেলন
মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলনে মাথা নত করবে না জাতীয় পার্টি : বাবলু
ঢাকা, ২ মার্চ, ২০২১ (বাসস) : জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, গণমানুষের মৌলিক ও মানবাধিকার রক্ষার আন্দোলনে জাতীয় পার্টি কখনো মাথা নত করবে না। জাতীয় পার্টি মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে রাজনীতি করছে।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, চলমান পৌরসভা নির্বাচনে ইভিএম মেশিনে শতভাগ ভোট পড়ছে, এটা কোনভাবেই সম্ভব নয়। ইভিএম পরিচালনায় জড়িতদের পবির্তন করতে হবে। অন্যথায় বর্তমান সরকারের অধীনে আর কোন নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কিনা তা আগামী প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত নেয়া হবে।
জাতীয় পার্টি মহাসচিব বলেন, ভোটাধিকার হচ্ছে মানুষের সাংবিধানিক অধিকার। তাই জাতীয় পার্টি গণমানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলনে এগিয়ে যাবে। ডিজিটাল আইন সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে আইনে মানুষের মৌলিক ও মানবাধিকার লঘিংত হয় সে আইনের পরিবর্তন প্রয়োজন।
এতে বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টু, এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মেজর অব. রানা মো. সোহেল এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, এইচ. এম. শাহরিয়ার আসিফ।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের এমপি জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন ।
এসময় জাতীয় ওলামা পার্টি, জাতীয় মুক্তিযোদ্ধা পার্টি ও জাতীয় পেশাজীবী পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএআর/২০৩৯/এএএ