থাইয়ের ইনজুরির কারণে মাঠের বাইরে ইব্রাহিমোভিচ

180

মিলান, ২ মার্চ ২০২১ (বাসস) : বাম থাইয়ের ইনজুরির কারনে ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না এসি মিলানের স্ট্রাইকার জ্লাটান ইব্রাহিমোভিচ। ক্লাবের পক্ষ থেকে এমন আশঙ্কা করে জানানো হয়েছে আগামী তিন সপ্তাহ হয়তো তাকে বিশ্রামে থাকতে হতে পারে।
৩৯ বছর বয়সী এই সুইডিশ তারকা রোববার রোমার বিপক্ষে মিলানের ২-১ গোলের সিরি-এ লিগের জয়ের ম্যাচটিতে ইনজুরির কারনে ৫৬ মিনিটে মাঠ ত্যাগে বাধ্য হন।
ইউনাইটেডের বিপক্ষে ইউরোপা লিগের শেষ ১৬’র দুই লেগের লড়াই যথাক্রমে ১১ ও ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। এবারের আসরে এ পর্যন্ত ইব্রাহিমোভিচ মিলানের হয়ে ২১ ম্যাচে ১৬ গোল করেছেন। নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের থেকে চার পয়েন্ট পিছিয়ে সিরি-এ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে এসি মিলান।