শরীয়তপুরে কৃষি আবহাওয়া তথ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ শুরু

604

শরীয়তপুর, ২ মার্চ, ২০২১ (বাসস) : জেলায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় জেলা সদর, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তাকে ৩ দিনব্যাপী কৃষি আবহাওয়া তথ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে ।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় খামারবাড়ি শরীয়তপুরের প্রশিক্ষণ কক্ষে ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুরের উপ-পরিচালক মো: আমীর হামজা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তর শরীয়তপুরের প্রশিক্ষণ কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুবোধ কুমার দাস ও জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার কর্মকার।
প্রশিক্ষণে মাঠ পর্যায়ে কৃষকদের দৈনন্দিন, স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী আবহাওয়ার পূর্বাভাস বিষয়ে উদ্বুদ্ধকরনের লক্ষ্যে প্রাণি সম্পদ ও মৎস্য বিভাগের সমন্বয়ে কৃষিকে সমৃদ্ধকরন কৌশল বিষয়ে ধারনা প্রদান করা হয়। পুর্বাভাস জেনে কৃষক যেন দুর্যোগের হাত থেকে তাদের ফসল রক্ষায় প্রয়োজনীয় আগাম পদ্ধতি অবলম্বন করতে পারেন।