জয়পুরহাটে জাতীয় ভোটার দিবস পালন

293

জয়পুরহাট, ২ মার্চ, ২০২১ (বাসস) : ‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জয়পুরহাটে আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস-২০২১ পালন করা হয়।
ভোটার হওয়া ও ভোট প্রদানের অধিকার প্রত্যেক যোগ্য নাগরিকের সাংবিধানিক স্বীকৃত অধিকার । গনতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে জনসাধারণ বিশেষ করে তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর বিভিন্ন দেশে দিবসটি পালন করা হয়। সেই লক্ষ্যে নির্বাচন কমিশনের প্রস্তাব অনুযায়ী সরকার ২ মার্চ কে জাতীয় ভোটার দিবস হিসাবে ঘোষণা করেছে। যথাযথ ভাবে দিবসটি উদযাপনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। ফলে একজন যোগ্য নাগরিকও ভোটার তালিকার বাইরে থাকবে না। ২০০৮ সাল থেকে সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক ও ডিজিটাল পদ্ধতিতে ভোটারের আঙ্গুলের ছাপের বায়োমেট্রিক তথ্যসমৃদ্ধ ছবিসহ ভোটার তালিকা প্রণীত হয়ে আসছে। ভোটার হওয়া ও ভোট প্রদানের অধিকার প্রত্যেক যোগ্য নাগরিকের সাংবিধানিক স্বীকৃত অধিকার। বাংলাদেশের সংবিধানের ১২১ ও ১২২ অনুচ্ছেদে নাগরিকের এ অধিকার সুরক্ষিত রয়েছে। জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচীর উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মো: আরিফুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন প্রমূখ। জেলা নির্বাচন কর্মকর্তা মো: শহিদুল ইসলাম আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আলোচনা সভা শেষে নতুন ভোটার হওয়া ব্যক্তিদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয় । সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।