বাসস দেশ-৩৭ : কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ।। ৪৫টি দোকান ভস্মীভুত

209

বাসস দেশ-৩৭
আগুন-নিয়ন্ত্রণ
কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ।। ৪৫টি দোকান ভস্মীভুত
ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বাসসকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ শনিবার রাত ৯টা ৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তেজগাঁও, মোহাম্মদপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘সদর দফতরে আমাদের কাছে আগুন লাগার খবর আসে ৯টা ৮ মিনিটে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট আসে ৯টা ১৫ মিনিটে। পরবর্তীতে মোট ১১টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল। ১০টার সময় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। আগুন সম্পূর্ণ নির্বাপনে এখনও কাজ চলছে। এখন পর্যন্ত আমরা কোনো নিহত বা আহত হওয়ার সংবাদ পাইনি।’
তিনি আরও বলেন, মার্কেটের দোকানপাট বাঁশ, কাঠ বা টেম্পোরারি সরঞ্জাম দিয়ে তৈরি। এ ধরনের মার্কেটে আগুন লাগলে দ্রুত ছড়িয়ে পড়ে।
কর্নেল জিল্লুর বলেন, ৪০ থেকে ৪৫টি দোকান পুড়েছে। এ ঘটনা খতিয়ে দেখতে আমরা একটা তদন্ত কমিটিও গঠন করব।
বাসস/এএসজি/এমএমবি/২৩৪৫/স্বব