সারাদেশে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ পালিত

374

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২১ (বাসস): সারাদেশে আজ শনিবার প্রথমবারের মতো ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ পালিত হয়েছে। এবছর দিবসটির প্রতিপাদ্য ‘নির্ভরযোগ্য পরিসংখ্যান, টেকসই উন্নয়নের উপাদান’। দিবসটি উপলক্ষে বিভিন্ন জেলায় আলোচনাসভা, র‌্যালি প্রভৃতি কর্মসূচির আয়োজন করা হয়।
বাসস-এর নাটোর সংবাদদাতা জানান, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নির্ভরযোগ্য পারিসংখ্যান ভিত্তিক তথ্যের প্রয়োজনের উপর গুরুত্বারোপ করে জেলায় আজ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘নির্ভরযোগ্য পরিসংখ্যান, টেকসই উন্নয়নের উপাদান’।
আজ শনিবার বেলা এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন-অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. শাহ আলম, নাটোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।
এরআগে কালেক্টরেট ভবন চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় পরিসংখ্যান দিবসের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
বাসস-এর নড়াইল সংবাদদাতা জানান, ‘নির্ভরযোগ্য পরিসংখ্যান, টেকসই উন্নয়নের উপাদান’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলায় আজ জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে আদালত সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। পরে অনুষ্ঠিত আলোচনাসভায় জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নেজারত ডেপুটি কালেক্টটর জাহিদ হাসান, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।
বাসস-এর জয়পুরহাট সংবাদদাতা জানান, ‘নির্ভরযোগ্য পরিসংখ্যান, টেকসই উন্নয়নের উপাদান’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আজ জেলায় জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত একআলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাহাত মান্নানের সভাপতিত্বে জেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জল কুমার দাস মূলবক্তব্য উপস্থাপন করেন।
বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশারফ হোসেন প্রমুখ।