উচ্চপদে আসীনদের সমাজে শুদ্ধাচারের দৃষ্টান্ত স্থাপন করতে হয়: জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

337

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস): জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, উচ্চপদে আসীনদের সমাজে শুদ্ধাচারের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের দ্বিতীয় বিশেষ সিনেট অধিবেশন ভাচুর্য়ালি বক্তৃতায় এ কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, যারা প্রতিনিয়ত পদ-পজিশন নিয়ে ভাবেন, তাদের মনে রাখতে হবে, ভোগের জন্য নয়, ত্যাগ ও সেবার মধ্যেই স্বার্থকতা।
তিনি আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সততা ও নিষ্ঠা থাকলে মানুষের পক্ষে অসম্ভব কিছু নয়।’
অধিবেশনে, মুজিবর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত পদক্ষেপসহ নানা বিষয়ে প্রশাসনকে অধিকতর দক্ষ, স্বচ্ছ, গতিশীল ও জবাবদিহিমূলক করে গড়ে তোলার কথা উল্লেখ করে তিনি এ কথা বলেন।
এ সিনেট অধিবেশনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংসদ সদস্য বেগম আরমা দত্ত, সংসদ সদস্য ও সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, নাট্যজন ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সকল বিভাগীয় কমিশনারসহ অনেকে উপস্থিত ছিলেন।