বাসস দেশ-২ : বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজির চালকসহ ৪ জন নিহত

170

বাসস দেশ-২
বগুড়া-দুর্ঘটনা-নিহত
বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজির চালকসহ ৪ জন নিহত
বগুড়া, ২৬ ফেব্রুয়ারি ,২০২১ (বাসস) : জেলার শাহজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে মাঝিরা ক্যান্টনমেন্ট চেকপোষ্টের সামনে আজ ভোর সাড়ে ৫টায় বাসের ধাক্কায় জিএনজি থ্রি-হুইলার চালকসহ ৪ জন নিহত হয়েছে। ভোর শাওন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১১-৬৩৯৩)পেছন থেকে সিএনজিকে ধাক্কা দিলে ঘটনা স্থলে ৩ জন এবং গুরুতর আহত অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ক্যম্পের ইন্সপেক্টর বানাউল আনাম জানান, শুক্রবার ভোর সাড়ে ৫ টায় সিএনজি টি শেরপুর থেকে বগুড়ার দিকে আসছিল। বগুড়ার শহাজানপুর উপজেলার মাঝিরায় ক্যান্টনমেন্টর চেকপেষ্টের সামনে স্প্রিড বেকারের সামনে সিএনজির গতি কমালে বাসটি পেছন থেকে সজোরে ধাক্কা দিলে সিএনজিটি ছিটকে যায় এবং ঘটনাস্থলে সিএনজি চালক শাজাহনপুর উপজেলার শাহ জামাল(৩৪)সহ তিন যাত্রী নিহত হয়। অপর এক সিএনজি যাত্রী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতলে নেয়ার পথে মারা যায়। হাইওয়ে পুলিশ জানায়, নিহত ৪ জনের মধ্যে ২ হনের পরিচয় পাওয়া গেছে।চালক ছাড়া অপর এক যাত্রী হলো শাহজাহানপুর উপজেলার কালিদাস(৭২)। বাসের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। নিহত অন্য দুই জনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে আটক আছে। দুর্ঘটনায় নিহত ৪ জনের মরদেহ হাইওয়ে পুলিশ ক্যাম্পে আছে। পুলিশ ক্যম্পের ইন্সপেক্টর বানাউল আনাম জানান , ময়না তদন্ত ছাড়াই নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বাসস/এনডি/সংবাদদাতা/১১২৫/নূসী