বাসস দেশ-৫৮ : সিরাজগঞ্জে ইটভাঙার গাড়ি দুর্ঘটনায় ২ স্কুলছাত্র নিহত

211

বাসস দেশ-৫৮
স্কুলছাত্র-নিহত
সিরাজগঞ্জে ইটভাঙার গাড়ি দুর্ঘটনায় ২ স্কুলছাত্র নিহত
সিরাজগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : সদর উপজেলার বহুলী ইউনিয়নে ইটভাঙার মেশিন (গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আজ দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ শ্রমিক।
বুধবার সকালে সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার দেউজি গ্রামের রাকিবুল ইসলামের ছেলে ৯ম শ্রেণির ছাত্র মেহেদি (১৫) ও একই গ্রামের শামীমের ছেলে ৮ম শ্রেণির ছাত্র নাঈম (১৪)।
স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, স্কুল ছুটি থাকার কারণে কয়েকজন ছাত্র ইটভাঙা শ্রমিকের কাজ করছিলো। তারা ইটভাঙার মেশিনযোগে কর্মস্থলে যাচ্ছিলো। যাবার পথে ডুমুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে ইটভাঙা মেশিনের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে ৭ জন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যায় মেহেদী এবং বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে নাঈমের মৃত্যু হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহউদ্দিন ফারুকী জানান, সড়ক দুর্ঘটনায় নিহত একজনের মৃতদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত আরেকজনকে আশঙ্কজনক অবস্থায় বগুড়ায় পাঠানোর সময় মৃত্যু হওয়াসহ দুজনের মরদেহে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে।
বাসস/এনডি/সংবাদদাতা/২০৩৫/-কেজিএ