বাসস দেশ-৫৭ : রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬২

152

বাসস দেশ-৫৭
ডিএমপি-গ্রেফতার
রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬২
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস): রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ হাজার ৮০৭ পিস ইয়াবা, ১৭০ গ্রাম হেরোইন, ৮ কেজি ৯৬০ গ্রাম গাঁজা ও ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপি’র বিভিন্ন থানায় ৪২টি মামলা করা হয়েছে।
এরমধ্যে রাজধানীর দারুসসালাম থানা এলাকা থেকে ২ হাজার ৮শ’পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো, মো. রাসেল বেপারী (৩২) ও মো. তুহিন শেখ ওরফে রাব্বি (২৪)।
গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম রেজাউল হক জানান, মঙ্গলবার দারুসসালাম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।
গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ক্রয় করে স্কচটেপ দিয়ে ক্যাপসুলের মত তৈরী করে পেটের ভেতরে বহন করে ঢাকায় নিয়ে এসে বিভিন্ন মাদক বিক্রেতার কাছে বিক্রি করতো।
বাসস/সবি/এফএইচ/২০৩২/-শআ