বাসস ক্রীড়া-১৩ : উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

131

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-রোড সেফটি সিরিজ
উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ
নয়া দিল্লি, ২৪ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : নতুনভাবে শুরু হওয়া রোড সেফটি সিরিজে উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা।
২০২০ সালে শুরু হয়েছিল সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম আসর। কিন্তু করোনাভাইরাসের কারণে মাঝ পথেই টুর্নামেন্টটি স্থগিত হয়।
তবে আবারো নতুনভাবে শুরু হচ্ছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজটি। আগামী ৫ মার্চ থেকে ছয়টি দেশের সাবেক খেলোয়াড়দের নিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্টটি।
স্বাগতিক ভারত, বাংলাদেশ ছাড়াও দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা অংশ নিবেন।
উদ্বোধনী দিনই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের লিজেন্ডসরা। আজ এই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে।
১৬ মার্চ পর্যন্ত গ্রুপ পর্বে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শীর্ষ চার দলকে নিয়ে ১৭ ও ১৮ মার্চ অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ২১ মার্চ মাঠে গড়াবে ফাইনাল। রায়পুরে সবগুলো ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়।
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ২০২১ এর পূর্ণাঙ্গ সূচি :
৫ মার্চ : ভারত লিজেন্ডস-বাংলাদেশ লিজেন্ডস
৬ মার্চ : শ্রীলংকা লিজেন্ডস-ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস
৭ মার্চ : বাংলাদেশ লিজেন্ডস-ইংল্যান্ড লিজেন্ডস
৮ মার্চ : দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস-শ্রীলংকা লিজেন্ডস
৯ মার্চ : ভারত লিজেন্ডস-ইংল্যান্ড লিজেন্ডস
১০ মার্চ ; বাংলাদেশ লিজেন্ডস-শ্রীলংকা লিজেন্ডস
১১ মার্চ : ইংল্যান্ড লিজেন্ডস-দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস
১২ মার্চ : বাংলাদেশ লিজেন্ডস-ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস
১৩ মার্চ : ভারত লিজেন্ডস-দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস
১৪ মার্চ : শ্রীলংকা লিজেন্ডস-ইংল্যান্ড লিজেন্ডস
১৫ মার্চ : বাংলাদেশ লিজেন্ডস-দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস
১৬ মার্চ ; ইংল্যান্ড লিজেন্ডস-ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস
১৭ মার্চ : প্রথম সেমিফাইনাল
১৮ মার্চ ; দ্বিতীয় সেমিফাইনাল
২১ মার্চ : ফাইনাল
বাসস/এএমটি/২০০০/স্বব