বাসস দেশ-৫০ : লুনা সামসুদ্দোহার মৃত্যুতে স্পিকারের শোক

237

বাসস দেশ-৫০
স্পিকার-শোক
লুনা সামসুদ্দোহার মৃত্যুতে স্পিকারের শোক
ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুনা সামসুদ্দোহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিশিষ্ট নারী উদ্যোক্তা লুনা সামসুদ্দোহাকে ব্যক্তিগত অন্তরঙ্গ বন্ধু উল্লেখ করে স্পিকার মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি ক্যানসারে ভুগছিলেন।
দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান ছিলেন লুনা সামসুদ্দোহা। দোহা টেক নিউ মিডিয়া নামের একটি সফটওয়্যার ফার্মের চেয়ারম্যান ছিলেন তিনি।
বাসস/সবি/এমআর/২৩৩৩/এবিএইচ