বাসস ক্রীড়া-৮ : প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইলিয়ট

336

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-ইলিয়ট
প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইলিয়ট
লন্ডন, ১৭ আগস্ট ২০১৮ (বাসস) : প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের ডান-হাতি ব্যাটসম্যান গ্র্যান্ড ইলিয়ট। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট টি-২০ ব্লাস্টে নিজ দল বার্মিংহাম বিয়ার্সকে উত্তর অঞ্চলের নকআউটে তুলতে ব্যর্থ হওয়ার পর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইলিয়ট।
বার্মিংহাম বিয়ার্সের অধিনায়ক ইলিয়ট বলেন, ‘এবারের আসরে ব্যাট হাতে ভালো করতে পারিনি। এছাড়া দলকেও ভালো ফল এনে দিতে পারিনি। আমার মনে হয়, অবসর নেবার এখনই ভালো সময়। তাই প্রতিযোগিতামুলক ক্রিকেটকে বিদায় বলছি আমি।’
২০১৭ সালে আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসর নেয়া ইলিয়ট প্রতিযোগিতামূলক ক্রিকেটকে বিদায় বললেও, ব্যাট-বলের সাথে আরও কিছুদিন থাকার ইচ্ছা রয়েছে ইলিয়টের। তিনি বলেন, ‘আমি সুইজারল্যান্ড, আইস ক্রিকেট ও এ ধরনের টুর্নামেন্টে খেলব।’
এবারের টি-২০ ব্লাস্টে ১০ ইনিংসে মাত্র ৮০ রান করেন ইলিয়ট। তবে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেন তিনি। ১৪ ইনিংসে ১৯ উইকেট শিকার করেন ইলিয়ট।
২০১৫ বিশ্বকাপের পরই বিশ্ব ক্রিকেটে পরিচিতি লাভ করেন ইলিয়ট। ঐ আসরের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনবদ্য ৮৪ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডকে ফাইনালে তুলেছিলেন ইলিয়ট। এরপর ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ৮৩ রানের মূলবান ইনিংস খেলেন তিনি। তবে এই ইনিংস দিয়ে নিউজিল্যান্ডের হার এড়াতে পারেনি ইলিয়ট।
নিউজিল্যান্ডের হয়ে ৫টি টেস্ট, ৮৩টি ওয়ানডে ও ১৭টি টি-২০ ম্যাচ খেলেন ৩৯ বছর বয়সী ইলিয়ট।
বাসস/এএমটি/১৯১৫/মোজা/স্বব