বাসস দেশ-১২ : বঙ্গবন্ধুকে অস্বীকারকারীরা বাংলাদেশকেই অস্বীকার করেন : নূর

304

বাসস দেশ-১২
নূর-শোক-দিবস-আলোচনা
বঙ্গবন্ধুকে অস্বীকারকারীরা বাংলাদেশকেই অস্বীকার করেন : নূর
নীলফামারী, ১৭ আগস্ট, ২০১৮ (বাসস) : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন,‘যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করেন, তারা বাংলাদেশকেই অস্বীকার করেন। বঙ্গবন্ধু শুধু জাতির পিতা নন, তিনি একজন বহুমাত্রিক নেতা ছিলেন। এটি কোনো আবেগের কথা নয়, এটাই বাস্তবতা।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতিমন্ত্রী এ কথা বলেন। আজ শুক্রবার বেলা ১১টায় নীলফামারী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নূর বলেন, ‘১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ৩০ লাখ মানুষ জীবন দিয়েছেন। তাঁর কথায় দেশের অগণিত মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। জয়বাংলা শ্লোগানে সবাইকে এক করে দেশের মানুষকে মুক্তি সংগ্রামে জাগ্রত করেছেন। ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ হচ্ছে তাঁর স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতা পরবর্তী হাজারো সমস্যার মাঝেও তিনি দেশকে সাজিয়েছেন। এসব বঙ্গবন্ধুর দ্বারাই সম্ভব হয়েছিল। এখন দেশের আর্থিক উন্নয়ন হচ্ছে। কৃষিতে বিপ্লব ঘটেছে। সারের পিছনে মানুষ ঘুরে না, সার নিতে গিয়ে মানুষ আর মরে না।’
নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়ার সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায়, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাবেয়া আলীম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধণ, জেলা যুব মহিলা লীগের সভাপতি আরিফা সুলতানা, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ প্রমুখ।
এর আগে দলীয় কার্যালয় চত্বর থেকে একটি শোক র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
এদিকে মন্ত্রী বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আগামী ২৮ আগস্ট নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভায় যোগ দেন।
সভায় সভাপত্বি করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। এসময় পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমানসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধি সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/এমএন/১৮৫০/এমএসআই