বাসস দেশ-৪৯ : ডা. আব্দুল্লাহর স্ত্রীর মৃত্যুতে স্পিকারের শোক

244

বাসস দেশ-৪৯
স্পিকার-শোক
ডা. আব্দুল্লাহর স্ত্রীর মৃত্যুতে স্পিকারের শোক
ঢাকা, ২ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর স্ত্রী মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
স্পিকার আজ এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শােক সন্তপ্ত পরিবার পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
ঢাকার গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মাহমুদা বেগম মারা যান।
গত ডিসেম্বরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন মাহমুদা। করোনাভাইরাস থেকে সেরে উঠলেও পরবর্তী স্বাস্থ্য জটিলতার মধ্যে তার নিউমোনিয়া দেখা দিয়েছিল বলে ডা. আবদুল্লাহ জানিয়েছেন। মাহমুদা বেগম তেজগাঁও কলেজের সমাজ কল্যাণ বিভাগের সাবেক অধ্যাপক।
এছাড়া প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর স্ত্রী মাহমুদা বেগমের মৃত্যুতে ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বাসস/সবি/এমআর/২২৪২/-এবিএইচ