বাসস দেশ-৫০ : মেয়াদ শেষে বিদায় নিলেন চসিক প্রশাসক সুজন

275

বাসস দেশ-৫০
চসিক-প্রশাসক-বিদায়
মেয়াদ শেষে বিদায় নিলেন চসিক প্রশাসক সুজন
চট্টগ্রাম, ১ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : নির্ধারিত ১৮০ দিনের মেয়াদ শেষে আজ সন্ধ্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) থেকে বিদায় নিয়েছেন প্রশাসক খোরশেদ আলম সুজন। আজ মন্ত্রণালয়ের এক চিঠিতে নবনির্বাচিত মেয়রের শপথ গ্রহণ পর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোজাম্মেল হককে দায়িত্ব চালিয়ে নিতে বলা হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়রের একান্ত সচিব আবুল হাশেম বাসস’কে জানান, ‘ছয় মাস হিসেব করে আমরা ধারণা করেছিলাম ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশাসক মহোদয় দায়িত্ব পালন করবেন। কিন্তু তাকে নিয়োগদানের চিঠিতে ১৮০ দিন উল্লেখ ছিল। তাই ১৮০ দিন পূর্ণ হওয়ায় আজই শেষ অফিস করলেন।’
এর আগে, চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বাসস’কে জানান, ‘প্রশাসক হিসেবে আমার দায়িত্ব পালনের মেয়াদ শেষ করেছি। এ সময়ের মধ্যে আমার সর্বোচ্চ চেষ্টা ছিল চট্টগ্রামকে একটি সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার। আমাকে দায়িত্ব পালনে সহযোগিতা দিয়েছেন সর্বস্তরের মানুষ।’ তিনি সংবাদ কর্মীদের সযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
প্রশাসক হিসেবে আজ সোমবার শেষ দিনে খোরশেদ আলম সুজন অত্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছেন। সকালে পরামর্শক কমিটির সঙ্গে এক জুম কনফারেন্সে মিলিত হন প্রশাসক সুজন। এতে বিভিন্ন মতামত তুলে ধরেন পরামর্শক কমিটির সদস্য প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. আবদুল করিম, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, শিক্ষাবিদ হসিনা জাকারিয়া বেলা, বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক ও বিসিবি কর্মকর্তা আকরাম খান, প্রকৌশলী প্রবীর কুমার সেন, স্থপতি আশিক ইমরান, চট্টগ্রাম বন্দরের সাবেক সদস্য কমডোর জোবায়ের, মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ। এরপর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়মিত কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিকেলে লালদিঘি পার্কে তারই উদ্যোগে আয়োজিত পিঠা উৎসব ও কবিতা পাঠের আসরে সারাক্ষণ সবাইকে মাতিয়ে রাখেন। গত ৩০ জানুয়ারি একই স্থানে জোৎ¯œা উৎসবের মতো ব্যতিক্রমী এক আয়োজনে সব মহলে প্রশংসিত হন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন।
উল্লেখ্য, মেয়র আ জ ম নাছির উদ্দিনের ৫ বছর মেয়াদ শেষের আগ মুহূর্তে গত বছরের ৪ আগস্ট নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। সুজন দায়িত্ব গ্রহণ করেন ৬ আগস্ট। গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হন। তিনি শপথ গ্রহণ শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালনার দায়িত্ব নেবেন।
বাসস /কেএস/২২২০/এসই