বাসস দেশ-৩২ : গোপালগঞ্জে ৩৬ হাজার ডোজ করোনা ভ্যাকসিন পৌঁছেছে

272

বাসস দেশ-৩২
গোপালগঞ্জ-করোনা ভ্যাকসিন
গোপালগঞ্জে ৩৬ হাজার ডোজ করোনা ভ্যাকসিন পৌঁছেছে
গোপালগঞ্জ, ২৯ জানুয়ারি ২০২১ (বাসস) : জেলায় আজ ৩৬ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসে পৌঁছেছে।
আজ শুক্রবার দুপুরে জেলা ইপিআই ভবনে কোভিড-১৯ ভ্যাকসিন রিসিভিং কমিটি তিনটি কার্টুনে এ ভ্যাকসিন বুঝে নেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আব্দুল্লাহ আল মাসুদ, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান ও ডা. এস.এম. সাকিবুর রহমানসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানিয়েছেন আগামি ৭ ৭ ফেব্রুয়ারি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল বুথ থেকে করোনার ভ্যাকসিন দেয়া হবে। এখন চলছে তালিকা তৈরির কাজ।
প্রাথমিক পর্যায়ে ৩ হাজার ৬শ’ টি এ্যামপল এসেছে।এসব এ্যামপল দিয়ে ৩৬ হাজার লোককে ভ্যাকসিন প্রাথমিক পর্যায়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মি, পুলিশ, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের এই ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
বাসস/এনডি/সংবাদদাতা/২১২০/এমকে