আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু ৩০ জানুয়ারি

543

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২১(বাসস) : আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ১৪ তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব।
উৎসবে রাজধানীর মোট ৩ টি ভেন্যু তে ৩৭ টি দেশের ১৭৯ টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
৩০ জানুয়ারি শনিবার রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে বিকেল ৪ টায় পাঁচদিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মোরশেদুল ইসলাম।
চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠান শেষে প্রদর্শিত হবে মার্তা কারভোসকা পরিচালিত পোলিশ চলচ্চিত্র ‘ট্রিপল ট্রাবল’ (৮৭ মি.)।