নওগাঁয় বোরো রোপণে কৃষক ব্যস্ত সময় পার করছেন

543

নওগাঁ, ২৬ জানুয়ারি, ২০২১ (বাসস) : দেশের উদ্বৃত্ত ধান উৎপাদনের জেলা নওগাঁ’র মাঠে মাঠে এখন বোরো ধান রোপণের মহোৎসব চলছে। জেলার ১১টি উপজেলার অবারিত ফসলের মাঠ জুড়ে ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জমিতে পানি সেচ, বীজতলা থেকে চারা উত্তোলন এবং সেই চারা তৈরী জমিতে রোপণের কাজ চলছে পুরোদমে।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ জানিয়েছেন, যদিও চলতি বোরো মওসুমে জেলায় বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার ৬শ ২৫ হেক্টর জমিতে। বিগত আমন মওসুমে কৃষকরা ধানের নায্য মূল্য পাওয়ার ফলে বোরো মওসুমে এ লক্ষমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তিনি জানান ২৬ জানুয়ারি পর্যন্ত ৮৫ হাজার ৬শ ৮০ হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপণ সম্পন্ন হয়েছে। চলতি মওসুমে কৃষকরা হাইব্রিড এবং উন্নত ফলনশীল উফশী জাতের ধান রোপণ করছেন। হাইব্রিড জাতের মধ্যে সিনজেনটা-১২০৩ ও ছক্কা এবং উফশী জাতের মধ্যে কাটারী, ব্রি-ধান ২৮, ব্রি-ধান ২৯, ব্রি-ধান ৫০, ব্রি-ধান ৮১, জিরাশাইল ইত্যাদি ধান রোপণ করছেন জেলার কৃষকরা।
কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি মওসুমে জেলায় মোট ১ লাখ ৮০ হাজার ৬, ২৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারিত রয়েছে। এর মধ্যে হাইব্রিড জাতের ১১ হাজার ৭শ ১০ হেক্টর এবং ১ লাখ ৬৮ হাজার ৯শ ১৫ হেক্টর উন্নত ফলনশীল উফশী জাতের। চালের আকারে উৎপাদন লক্ষ্যমাত্রা ৭ লাখ ৫৮ হাজ্রা ৬শ ৯৬ মেট্রিক টন। এর মধ্যে হাইব্রিড জাতের ৬২ হাজার ৭শ ৬৬ মেট্রিক টন এবং উফশী জাতের ৬ লক্ষ ৯৫ হার্জা ৯শ ৩০ মেট্রিক টন।
উপজেলা ভিত্তিক বোরো আবাদের লক্ষমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় হাইব্রিড জাতের ৩ হাজার ১শ২৫ হেক্টর ও উফশী জাতের ১৪ হাজার ৮শ ৩০ হেক্টরসহ মোট ১৭ হাজার ৯শ ৫৫ হেক্টর। রানীনগর উপজেলায় হাইব্রিড জাতের ৭৫ হেক্টর ও উফশী জাতের ১৮ হাজার ১শ ২৫ হেক্টরসহ মোট ন১৮ হাজার ২শ হেক্টর। আত্রাই উপজেলায় হাইব্রিড জাতের ৩ হাজার ৮শ ৫০ হেক্টর ও উ‘ফশী জাতের ১৫ হাজার ৩৫ হেক্টরসহ মোট ১৮ হাজার ৮শ ৮৫ হেক্টর। বদলগাছি উপজেলায় হাইব্রিড জাতের ২৪৫ হেক্টর ও উফশী জাতের ১০ হাজার ৭শ ৪৫ হেক্টরসহ মোট ১০ হাজার ৯শ ৯০ হেক্টর। মহাদেবপুর উপজেলায় হাইব্রিড জাতের ২৮০ হেক্টর ও উফশী জাতের ২৬ হাজার ৩শ ২০ হেক্টর। পত্নীতলা উপজেলায় হাইব্রিড জাতের ১৩০ হেক্টর ও উফশী জাতের ১৯ হাজার ২শ ৬০ হেক্টর। ধামইরহাট উপজেলায় হাইব্রিড জাতের ১ হাজার ৩শ ৪৫ হেক্টর ও উফশী জাতের ১৪ হাজার ৬শ ৬০ হেক্টর। সাপাহার উপজেলায় হাইব্রিড জাতের ১০ হেক্টর ও উফশী জাতের ৫ হাজার ৪শ ৪৫ হেক্টর। পোরশা উপজেলায় হাইব্রিড জাতের ৫২৫ হেক্টর ও উফশী জাতের ৭ হাজার ৫শ ২০ হেক্টর। মান্দা উপজেলায় হাইব্রিড জাতের ২ হাজার ১শ ১৫ হেক্টর ও উফশী জাতের ১৭ হাজার ৭শ ৩৫ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় হাইব্রডি জাতের ১০ হেক্টর ও উফশী জাতের ১৯ হজার ২শ ৪০ হেক্টর।