রাজস্থানের ডিরেক্টও হলেন সাঙ্গাকারা

1444

নয়া দিল্লি, ২৪ জানুয়ারি ২০২১ (বাসস) : বিশ্বের সবচেয়ে আকর্ষনীয় ও অর্থ সংশ্লিষ্ঠ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন চৌদ্দতম আসরে শ্রীলংকার কুমার সাঙ্গাকারাকে দলের ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে রাজস্থান রয়্যালস।
এক বিবৃতিতে রাজস্থানের গ্রুপ প্রধান নির্বাহি মাইক ফর্ডহাম জানান, ‘খেলোয়াড় ও নেতা হিসেবে দুর্দান্ত ক্রিকেটীয় জ্ঞান নিয়ে আসছেন কুমার।’
তিনি আরও বলেন, ‘তাকে দলে নিতে পেরে আমরা আনন্দিত এবং দলের খেলোয়াড়-কোচদের সাফল্য পেতে কুমার উদ্বুদ্ধ করবেন বলে আমরা আশাবাদী।’
আধুনিক যুগের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার কুমার। ১৬ বছরের ক্যারিয়ারে ২৮ হাজার রান করেছেন তিনি।
এ ধরনের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন কুমার। তিনি বলেন, ‘বিশ্বের শীর্ষস্থানীয় এ ক্রিকেট প্রতিযোগিতায় কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।’
নিলামের জন্য অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। গত আসরে রাজস্থানকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। স্মিথকে ছেড়ে দিয়ে নতুন অধিনায়ক হিসেবে সঞ্জু স্যামসনকে দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজি।
করোনাভাইরাসের কারনে সংযুক্ত আরব আমিরাতে হওয়া গত আসরে ১৪ ম্যাচে ৩১১ রান করেন স্যামসন।