গুলিস্তানে হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ দু’জন নিহত

357

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২১ (বাসস): রাজধানীর গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের উপরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ দু’জন নিহত হয়েছেন।
নিহতরা হচ্ছেন, মোটরসাইকেল চালক আক্তার হোসেন (৩৭) ও কমিউনিটি পুলিশ মফিজুল ইসলাম (৪০)। আজ শনিবার (২৩ জানুয়ারী) বিকেলে এই ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা বিকেল সোয়া পাঁচটার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
বাসস’র ঢাকা মেডিকেল সংবাদদাতা জানান,যাত্রাবাড়ী থেকে গুলিস্তানগামী মোটরসাইকেলটি গুলিস্তানের কাছে জয়কালী মন্দির সংলগ্ন ফ্লাইওভারে পৌঁছলে পেছন থেকে জৈনপুর পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ছিটকে সেখানে কর্মরত কমিউনিটি পুলিশের(মফিজুল) উপরে পড়ে। এতে মোটরসাইকেল চালক ও মফিজুল গুরুতর আহত হয়। পরে ফ্লাইওভারে কর্মরত নিরাপত্তাকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া জানান,মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।