বাসস বিদেশ-৯ : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে গোলাগুলিতে নিহত ১৩

155

বাসস বিদেশ-৯
ফিলিপাইন-গুলি-নিহত
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে গোলাগুলিতে নিহত ১৩
ম্যানিলা, ২৩ জানুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মাগুইন্দানাও প্রদেশে শনিবার ভোর হওয়ার আগে পুলিশ অভিযানে এক পুলিশ কর্মকর্তাসহ ১৩ জন নিহত ও অপর আরো ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ এ কথা জানায়। খবর এএফপি’র।
পুলিশ জানায়, সুলতান কুদরত শহরে এক গোপন আস্তানায় দিবাগত রাত তিনটার দিকে পুলিশ হত্যাকা-, খুনসহ ডাকাতির দায়ে জারিকৃত গ্রেফতারি পরোয়ানাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতারের উদ্দেশে পৌঁছলে সেখানে এক গোলাগুলি সূত্রপাত হয়। পুলিশ আরো জানায়, সন্দেহভাজন ও তার সশস্ত্র অনুসারীরা গ্রেফতার প্রতিহত করে এবং গ্রেফতারকারি পুলিশ দলের ওপর গুলি চালালে সেখানে পাঁচ ঘন্টাব্যাপী গোলাগুলি চলে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি এম ১৬ অ্যাসল্ট রাইফেল, দুটি .৪৫ ক্যালিবার পিস্তল, ৫০-ক্যালিবার ব্যারেট স্নিপার রাইফেল একটি এম ১৪ রাইফেল, একটি হালকা স্বয়ংক্রিয় রাইফেল ও একটি .২২ ক্যালিবার রাইফেল উদ্ধার করেছে।
বাসস/ অনু-জেজেড/২০৪৫/-কেএমকে