বাসস ক্রীড়া-১৫ : শেষ ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিত তামিমের

274

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-তামিম
শেষ ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিত তামিমের
ঢাকা, ২২ জানুয়ারি ২০২১ (বাসস) : আগামী সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডের একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
প্রথম ম্যাচে বুধবার ৬ ও দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে আজ সফরকারী ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। সেই সাথে ২-০ ব্যবধানে এগিয়েও আছে বাংলাদেশ। তাই শেষ ওয়ানডেতে উইনিং কম্বিনেশন ভাঙ্গতে পারে বাংলাদেশ।
আজ তামিম বলেন, ‘তাসকিন-সাইফউদ্দিনের মত ক্রিকেটাররা এখনো একাদশে সুযোগ পাননি। দলে জায়গা পেতে কঠিন প্রতিযোগিতা চলছে।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রামে ম্যাচের আগে এটি কোন উদ্বেগজনক বিষয় নয়। সকলেরই খেলার সুযোগ পাওয়া উচিত। যারা এখনো খেলার সুযোগ পাননি, তারা সকলেই ভালো করার সামর্থ্য রাখে। আমি নিশ্চিত তৃতীয় ওয়ানডেতে আমাদের কিছু পরিবর্তন হবে এবং আশা করি, যারা আসবে ভালো করবে।’
প্রথম ম্যাচে ৪৪ রানের পর আজ দ্বিতীয় ম্যাচে ৫০ রান করেন তামিম। তবে মেহেদি হাসান মিরাজের বোলিং নৈপুন্যে ৪৩ দশমিক ৪ ওভারে ১৪৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ২৫ রানে ৪ উইকেট নেন মিরাজ।
তামিমের ৪৮তম হাফ-সেঞ্চুরিতে ৩৩ দশমিক ২ ওভারেই টার্গেট স্পর্শ করে ফেলে বাংলাদেশ। তামিম জানান, দীর্ঘদিন পর হাফ-সেঞ্চুরি করতে পেরে খুশী।
তামিম বলেন, ‘ক্রিজে কিছুটা সময় কাটাতে পেরে ভালো লাগলো। ড্রেসিংরুমে অনেকেই মুখিয়ে আছে, ভালো করতে। সকলেই ভালো করতে চায়।’
বাসস/এএসজি/এএমটি/২১২৩/স্বব