বাসস ক্রীড়া-১৩ : ম্যাথুজের সেঞ্চুরিতে লংকার সংগ্রহ ৪ উইকেটে ২২৯

284

বাসস ক্রীড়া-১৩
ডক্রকেট-শ্রীলংকা-ইংল্যান্ড
ম্যাথুজের সেঞ্চুরিতে লংকার সংগ্রহ ৪ উইকেটে ২২৯
গল, ২২ জানুয়ারি, ২০২১ (বাসস/এএফপি) : এ্যাঞ্জেলো ম্যাথুজের অপরাজিত সেঞ্চুরিতে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ২২৯ রান সংগ্রহ করেছে স্বাগতিক শ্রীলংকা।
গল-এ দিন শেষে ম্যাথুজ ১০৭ এবং নিরোশান ডিকবেলা ১৯ রানে অপরাজিত আছেন। একই মাঠে প্রথম ম্যাচে ৭ উইকেটে পরাজিত হওয়া লংকানরা ব্যাটিং সহায়ক পিচের পুর্ন সুবিধা আদায় করতে টস জিতে ব্যাটিং বেছে নেয়।
তবে ব্যাট হাতে নেমে বেশ বিপদে পড়ে যায় স্বাগতিকরা। নিয়ন্দ্রিত বোলিংয়ে প্রথম তিন উইকেট শিকার করেন ইংলিশ পেসার জেমস এন্ডারসন। মধ্যাহ্ন বিরতির পরই ৪৩ রান করা ওপেনার লাহিরু থিরিমান্নেকে শিকার করে ১৫৭ টেস্টেও ক্যারিয়ারে নিজের উইকেট সংখ্যা ৬০৩-এ নিয়ে যাান এন্ডারসন।
দিন শেষে ৩৮ বছর বয়সী এন্ডারসনের বোিলং ফিগার দাঁড়ায় ১৯ ওভারে ২৪ রানে তিন উইকেট। দলীয় ৭ রানেই ২ উইকেট হারালে মহা বিপদে পড়ে যায় স্বাগতিকরা। তবে এমন অবস্থায় দলের হাল ধরেন ম্যাথুজ। চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক দিনেশ চান্ডিমালের সঙ্গে ১৭৭ রান যোগ করেন ম্যাথুজ। যার মধ্যে চান্ডিমালের অবদান ৫২।
জ্যাক লিচের বলে সিঙ্গেলস নিয়ে ক্যারিয়ারের এগারতম ও ইংল্যান্ডের বিপক্ষে নিরজের তৃতীয় সেঞ্চুরি পুর্ন করেন ম্যাথুজ।
এ্যাচের ৮১ ওভার শেষে ইংল্যান্ড নতুন বল নেয়ার পর ডিকবেলার সঙ্গে ৩৬ রানের অপরাজিত জুটি গড়েন ম্যাথুজ।
ইংল্যান্ড দলের একমাত্র পরিবর্তন পেসার স্টুয়ার্ট ব্রডের জায়গায় সুযোগ পাওয়া এন্ডারসন সকালের শেসনে এক ওভারেই জোড়া আঘাত হানেন। কুশল পেরেরা (৬) ও ওশাদা ফার্নান্দোকে শুন্য রানে ফিরিয়ে দেন ইংলিশ পেসার।
থিরিমান্নে ও ম্যাথুজ ৬৯ রানের জুটি গড়লে কোন বিপদ ছাড়াই মধ্যাহ্ন বিরতিতে যায় সফরকারীরা। তবে ম্যধ্যাহ্ন বিরতির পরপরই এন্ডারসনের বলে জশ বাটলারের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়ের থিরিমান্নে।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলংকা: ২২৯-৪(ম্যাথুজ ১০৭*, চান্ডিমাল ৫২: এন্ডারসন ২৪-৩)।
বাসস/এএফপি/২০২৫/স্বব