ঝিনাইদহে ফুলের উৎপাদন ও বিপণন বিষয়ে কৃষক প্রশিক্ষণ

454

ঝিনাইদহ, ২২ জানুয়ারি, ২০২০ (বাসস): জেলায় আজ কৃষি বিপনন অধিদপ্তরের উদ্যোগে ফুলের উৎপাদন, সংগ্রহোত্তর ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার, বিপনন কর্মকর্তা গোলাম মারুফ খান, জেলা ফুলচাষী সমিতির সভাপতি দাউদ হোসেন, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় কৃষকদের উৎপাদিত ফুলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গুণগত উৎপাদন, সংগ্রহোত্তর ব্যবস্থাপনা ও বিপনন বিষয়ক নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করা হয়।
কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার অর্ধ-শতাধিক কৃষক-কৃষানী অংশ নেয়।