পিরোজপুরে কৃষকদের মাঝে প্রণোদনার অর্থ বিতরণ

455

পিরোজপুর, ২০ জানুয়ারি, ২০২১ (বাসস) : করোনাকালে ক্ষতিগ্রস্ত কৃষিখাতের উন্নয়নে সরকারের বিশেষ প্রণোদনা হিসেবে পিরোজপুরে ১ কোটি ৭৬ লক্ষ টাকা বিতরণ কর হয়েছে।
জেলার ৭ উপজেলার ১০টি শাখা থেকে এ টাকা ৪টি খাতের ক্ষতিগ্রস্তদের মাঝে প্রদান করা হয়। মাত্র ৪% সুদে এ প্রণোদনার অর্থ পল্ট্রি খাতের ২০ জনকে ২৪ লক্ষ ২৫ হাজার টাকা, মৎস্য চাষী ২৫ জনকে ২৫ লক্ষ ৭৪ হাজার টাকা, ডেইরী ও প্রাণিসম্পদ খাতের ৪০ জনকে ১ কোটি ৮ লক্ষ ৬৬ হাজার টাকা এবং হর্টিকালচার খাতের ৩৪ জনকে ১৭ লক্ষ ৩৫ হাজার টাকা প্রদান করা হয়। সরকারের বিশেষ প্রণোদনার শতভাগ অর্থ সোনালী ব্যাংক পিরোজপুর অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে বিতরণ করা হয়েছে বলে জানান এজিএম বিভাষ চন্দ্র ।