বাসস দেশ-২৪ : অস্ত্র মামলায় খোকনের ১০ বছরের কারাদন্ড

94

বাসস দেশ-২৪
খোকন-অস্ত্র মামলা-রায়
অস্ত্র মামলায় খোকনের ১০ বছরের কারাদন্ড
ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২১ (বাসস): অস্ত্র মামলায় খোকন নামে এক আসামিকে ১০ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
২০০০ সালের ২৪ মে মিরপুরের এক বস্তি থেকে দেশি অস্ত্র ও গুলিসহ খোকনকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হেপী আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
রায়ে অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছর এবং ১৯ (এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত। রায়ে উল্লেখ করা হয়েছে, সাজা দুটো একসাথে চলবে। আসামিকে ১০ বছর সাজা ভোগ করতে হবে।
২০০০ সালের ২৪ মে অস্ত্র-গুলির রাখার অপরাধে আসামি খোকনকে গ্রেফতার করে পুলিশ। ওই বছরের ১৭ অক্টোবর আসামির বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই রতন কান্তি রায় চার্জশিট দাখিল করেন। মামলায় ১৩ জনের মধ্যে বিভিন্ন সময় ৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৫৩৫/-আসাচৌ