বঙ্গবন্ধুর নামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ

319

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২১ (বাসস) : সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার আসন্ন সিরিজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরন করা হয়েছে।
আসন্ন সিরিজটি নাম ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ’।
শুধুমাত্র ওয়ানডে এ সিরিজই নয়, এই বছর বিসিবির আযোজনে যত ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়াবে সবই বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
করোনাভাইরাসের কারনে ১০ মাস বিরতির পর আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া সিরিজ দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের আসন্ন সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষনা অনুষ্ঠানে এ কথা জানান বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, ‘এ বছর সবগুলো ম্যাচই বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করতে চাই। এ জন্য তার নামে আমরা সিরিজটি নামকরন করেছি।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আমরা টি-টুয়েন্টি টুর্নামেন্ট বঙ্গবন্ধুর নামে নামকরন করেছি। এখন অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টও তার নামে নামকর করা হবে।’