করোনার কারণে বার্সেলোনার সভাপতি নির্বাচন স্থগিত

179

মাদ্রিদ, ১৬ জানুয়ারি ২০২১ (বাসস) : করোনা মহামারীর কারণে আপাতত হচ্ছে না স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার সভাপতি নির্বাচন। ক্লাব সূত্রে এ কথা জানা গেছে।
আগামী ২৪ জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু কাতালান সরকারের বিভিন্ন নিষেধাজ্ঞা ও শর্ত আরোপের কারণে এই মহামারীর মধ্যে আর এই নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে ক্লাব সূত্র জানিয়েছে। ক্লাবের এক বিবৃবিতে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই ধরনের একটি পদক্ষেপ নেয়া কোনভাবেই সম্ভব নয়। বিশেষ করে কেউই তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য নির্দিষ্ট স্থানে আসবে না। সে কারনেই আপাতত এই নির্বাচন স্থগিত করা হলো।’
বার্সেলোনা অবশ্য জানিয়েছে তারা ইতোমধ্যেই মেইলের মাধ্যমে ভোটিং পদ্ধতি সম্পন্ন করার অনুমতি প্রদানের জন্য কাতালান সরকারের কাছে আবেদন করেছে। সরকার সেটা বিবেচনা করে দেখছে। নির্বাচনের নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। এবারের সভাপতি প্রার্থী হিসেবে ইয়োহান লাপোর্তা, ভিক্টর ফন্ট ও টনি ফ্রেইক্সা প্রতিদ্বন্দ্বীতা করছেন।
গত অক্টোবরে সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ পদত্যাগের পর বার্সেলোনা অস্থায়ী বোর্ডের অধীনে চলছে।