সময়মত করোনা প্রণোদনা দেওয়ার জন্যই অর্থনীতির সকল খাত ঘুরে দাঁড়িয়েছে : শিল্প প্রতিমন্ত্রী

755

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২১ (বাসস) : শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি বলেছেন, সময়মত করোনাভাইরাস মহামারী মোকাবেলায় প্রণোদনা ঘোষণার জন্যই ইতোমধ্যে অর্থনীতির সকল খাত ঘুরে দাঁড়িয়েছে।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কামাল আহমেদ মজুমদার এমপি আজ রাজধানীর মিরপুর ১৩ নম্বরের হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে গরীব ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন।
গরীব ও অসহায় মানুষকে সহায়তা করা সমাজের বিত্তবানদের নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রী বলেন, সমাজের বিত্তবানদের ধর্ম, বর্ণ নির্বিশেষে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।
তিনি বলেন, সমাজের প্রতি দায়িত্ব পালনে সকলকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে কামাল আহমেদ মজুমদার তার ব্যক্তিগত পক্ষ থেকে মিরপুর ১৩ নম্বরের ৫শ’ গরীব ও অসহায় শীতার্তকে শীতবস্ত্র প্রদান করেন।
এসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।