বাসস দেশ-৪৪ : ১৫ ডিআইজি বদলি

290

বাসস দেশ-৪৪
ডিআইজি- বদলি
১৫ ডিআইজি বদলি
ঢাকা, ৬ জানুয়ারি, ২০২১(বাসস) : পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
ডিআইজি পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে মো. হাবিবুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পুলিশ মহাপরিদর্শক, এসএম আক্তারুজ্জামানকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল, আমেনা বেগমকে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক, মো. হায়দার আলী খানকে পুলিশ অধিদপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক, মো. মনিরুল ইসলামকে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া মো. আজাদ মিয়াকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-পুলিশ মহাপরিদর্শক, মো. মাহবুবুর রহমান ভূঁইয়াকে পুলিশ অধিদপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক, আতিকা ইসলামকে হাইওয়ে পুলিশ ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক, মো. রুহুল আমিনকে পুলিশ অধিদপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক এবং বাসুদেব বনিককে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পদে পদায়ন করা হয়েছে।
অপরদিকে পুলিশ টেলিকমের উপ-পুলিশ মহাপরিদর্শক মোর্শেদুল আনোয়ার খানকে টুরিস্ট পুলিশ ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক (টিআর) বশির আহম্মদকে পুলিশ টেলিকমের উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।
এছাড়া অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) মো. শাহ আলমকে রেলওয়ে পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব), ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-কমিশনার মো. মুনিবুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) এবং ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আসাদুজ্জামানকে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
বাসস/সবি/এমএমবি/২৩৫৬/এবিএইচ