সোমবার থেকে সারাদেশে শীতের প্রকোপ বাড়তে পারে

857

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২১ (বাসস) : আগামী সোমবার থেকে সারাদেশে শীতের প্রকোপ বাড়তে পারে। কমতে পারে রাতের তাপমাত্রা।
আগামী পাঁচদিনের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
আজ সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৬ জানুয়ারি বুধবার রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামী ৪৮ ঘন্টার আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে।
এদিকে আজ সন্ধ্যা ০৭ টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকার আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় উত্তর-পশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় ০৫-১০ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা অপরির্বতিত থাকতে পারে।