শেরপুরে জিংক সমৃদ্ধ ধান চাষ বিষয়ক কর্মশালা

434

শেরপুর, ৫ জানুয়ারি ২০২১ (বাসস) : জেলায় আজ জিংকসমৃদ্ধ ধান, গম ও মসুর ডালের চাষাবাদ বৃদ্ধি এবং সরকারী ক্রয় ও বিতরণ ব্যবস্থায় জিংক এই ফসলগুলো অন্তর্ভুক্তকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আওতায় আজ মঙ্গলবার দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ‘বিংগস প্রকল্প’র আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।
কৃষিবিদ মো.হাবিবুর রহমান খানের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক গোলাম রসুল, সিভিল সার্জন কার্যালয়ের ডা. আকরাম হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোবারক হোসেন, কৃষি কর্মকর্তা রুবাইয়া ইয়াছমিন।
কর্মশালায় বক্তারা রোগ প্রতিরোধ ক্ষমতাবৃদ্ধি ও পুষ্টির চাহিদা মেটাতে জিংক সমৃদ্ধ ধানের আবাদ বৃদ্ধি এবং সরকারী ক্রয় ও বিতরণ ববস্থায় এসব জাতের ধান সরবরাহের বিষয়ে অলোকপাত করেন।
কর্মশালায় সরকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও কর্মকর্তা প্রমুখ অংশগ্রহন করেন।