বাসস দেশ-৫৯ : দলের সিদ্ধান্তের বাইরে গেলে কাউকে ছাড় নয় : চট্টগ্রাম নগর আওয়ামী লীগ

257

বাসস দেশ-৫৯
চট্টগ্রাম-আওয়ামী লীগ
দলের সিদ্ধান্তের বাইরে গেলে কাউকে ছাড় নয় : চট্টগ্রাম নগর আওয়ামী লীগ
চট্টগ্রাম, ৪ জানুয়ারি, ২০২১ (বাসস) : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সাংগঠনিক নির্দেশনা কঠোরভাবে পালন করতে হবে। আওয়ামী লীগ মেয়রসহ কাউন্সিলর পদে যাদেরকে মনোনয়ন দিয়েছে তাদেরকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে আমাদের সবাইকে কাজ করতে হবে। এখানে কে কোন অবস্থায় আছে আমরা তা বিবেচনা করবো না। যারা এর বিরুদ্ধে অবস্থান নেবে তাদেরকে দলীয় সদস্য রাখা হবে না। আজকের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্তগুলো কেন্দ্রে পৌঁছে দিয়েছি। অতীতের মত মহানগর আওয়ামী লীগ আজও ঐক্যবদ্ধ আছে।
আজ সোমবার বিকেলে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সভায় দলের বিদ্রোহী প্রার্থী ও তাদের সমর্থক দলের নেতকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি এ কথা বলেন।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, যারা দল করবেন তাদেরকে দলের সাংগঠনিক সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে। ভুলে যাবেন না, আওয়ামী লীগ অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আজকের এই পর্যায়ে এসেছে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা যেভাবে নির্দেশনা দেবেন আমরা সেইভাবে পরিচালিত হব। আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীকে বিজয়ের কোন বিকল্প নেই।
সভায় আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ১১ জানুয়ারি চট্টল শার্দুল জননেতা এমএ আজিজের ৫০ তম মৃত্যুবার্ষিকী পালন, ২৪ জানুয়ারি চট্টগ্রাম গণহত্যা দিবসসহ আবশ্যিক সাংগঠনিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
অন্যন্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ নঈম উদ্দীন চৌধুরী, এড. সুনীল কুমার সরকার, এড. ইব্র্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চসিক প্রশাসক আলহাজ খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ এম. জহিরুল আলম দোভাষ, আলহাজ আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী, আলহাজ বদিউল আলম, সম্পাদকম-লীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মোহাম্মদ হোসেন এবং জোবাইদা নার্গিস খান।
বাসস / জিই / কেএস /২১৪০/এবিএইচ