জয়পুরহাটে আগাম জাতের আলু চাষে লাভবান কৃষকরা

612

জয়পুরহাট, ৪ জানুয়ারি, ২০২১ (বাসস) : আলু চাষে দেশের দ্বিতীয় সর্বোচ্চ জেলা জয়পুরহাটের কৃষকরা অধিক লাভের আশায় এখন আগাম জাতের আলু চাষে ঝুঁকে পড়েছেন। বাজারে আগাম জাতের আলুর ভালো দাম পেয়ে খুশি বলে আলুচাষীরা জানান।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, কৃষকরা এখন শীতের কুয়াশা ছিন্ন করে সকালে শিশির ভেজা মাঠে আগাম জাতের আলু তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগাম জাতের ক্যারেজ আলু চাষ করে বিঘা প্রতি ২৫/৩০ মণ ফলন পাওয়া যাচ্ছে বলে জানান পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের চাষী সম্ভু চন্দ্র। আগাম জাতের আলুতে ভালো লাভ পাওয়া যায় এ জন্য প্রতি বছরের ন্যায় এবারও দুই বিঘা জমিতে আগাম জাতের ক্যারেজ আলু চাষ করেছেন বলে জানান। বর্তমান বাজারে দুই হাজার টাকা থেকে ২ হাজার ৪শ টাকা পর্যন্ত প্রতি মণ আলু পাইকারি বিক্রি হচ্ছে। ভালো দাম পাওয়ায় খুশি বলে জানান, সদর উপজেলার জামালপুর গ্রামের আলুচাষী বেলাল হোসেন। প্রথম দিকে একশ টাকা কেজি থেকে শুরু হলেও বর্তমানে খুচরা বাজারে ৩৫ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে নতুন আলু। আবহাওয়া আলু চাষের অনুক’লে থাকায় দাম কমলেও এবার ফলন বেশি হওয়ায় লাভ ভালো হচ্ছে বলে জানান কৃষকরা।
আগাম জাতের আলু ওঠার পরবর্তী সময়ে ২য় দফায় অন্যান্য আলু চাষ করার সময় বিঘা প্রতি ৫০/৫৫ মণ আলু উৎপাদন হয়ে থাকে। এ সময় কিছুটা আলু বাজার দর কম থাকলেও অতিরিক্ত ফলনের কারণে তাতেও কৃষকদের লোকসান হয়না। জেলায় এবার ১ হাজার ৫ শ ৫০ হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ হয়েছে বলে জানান স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স.ম মেসবাহুল বারী।