বাসস ক্রীড়া-৮ : ক্রীড়াবিদদের পাশে এনপিআরসি

216

বাসস ক্রীড়া-৮
এনপিআরসি-এ্যাথলেট
ক্রীড়াবিদদের পাশে এনপিআরসি
ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০২০ (বাসস) : ক্রীড়াঙ্গনে ফিজিও সেবার গুরুত্ব অনুধাবন করে ‘স্পোর্টস হেলথ এবং কোভিড ১৯’ এর ব্যানারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে নাটাব ফিজিক্যাল থেরাপি অ্যান্ড রিহ্যালিটেশন ক্লিনিক (এনপিআরসি)। ক্রীড়ার যে কোন ডিসিপ্লিনে খেলোয়াড়দের ইনজুরির সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে ফিজিও সেবা, সঠিক পুষ্টি সেবার বিশেষ গুরুত্ব রয়েছে। যে কোন ক্যাম্পে কোচ-ম্যানেজার যেমন নিয়োগ দেয়া হয়। ঠিক তেমনি এর গুরুত্ব বিবেচনা করে ফেডারেশনগুলো ফিজিও নিয়োগ দেয়াও জরুরী।
সংবাদ সম্মেলনে ডা আরিফ যোবায়ের বলেন, ‘মহামারির এই সময়ে খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে খেলাধুলা থেকে বাইরে থেকেছে। অনুশীলন হয়নি বিধায় তাদের শারিরীক গঠন ও ফুসফুসের কার্যক্ষমতা দুর্বল হয়ে পড়েছে, মাংশপেশী ও হাড়ের ক্ষমতা হ্রাস পেয়েছে। যার প্রভাব সরাসরি খেলায় পড়েছে, সঠিকভাবে নৈপুণ্য দেখাতে পারছে না। এসকল ক্রীড়া সমস্যা উত্তরণের জন্য এনপিআরসি একটি বিশেষায়িত টিম গঠন করেছে। খেলোয়াড়দের জন্য দক্ষ জনবল দিয়ে সঠিকভাবে ডব্লিউএইচও এর গাইড লাইন মোতাবেক পুর্নবাসনের জন্য এসেসমেন্ট করে সুনির্দিষ্ট চিকিৎসা প্রণয়ন করে বিজ্ঞানসম্মত চিকিৎসা ও ফিজিও সেবা দিতে আমরা প্রস্তুত।’
পুষ্টিবিদ ইসরাত জাহান বলেন, ‘একজন খেলোয়াড়ের শরীরকে সুস্থ রাখতে সঠিক খাদ্যাভাসের বিকল্প নেই। সঠিক সময়, সঠিক খাবার, সঠিক পরিমানে নিয়েই একজন খেলোয়াড়কে তার সাফল্য এনে দিতে পারে।’
এনপিআরসির ব্যাবস্থাপনা পরিচালক ডাক্তার রেবেকা সুলতানা বলেন, ‘ফিটনেসই আসল। তারপর কৌশল ও মেধা দিয়ে মাঠ জয় করতে হয়। সম্ভবনাময় ক্রীড়াবিদদের আমরা ফ্রি চিকিৎসা দিবো।’
ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য অহিদুজ্জামান রাজু বলেন, ‘আধুনিক বিশ্বে ফিজিও সেবা ছাড়া ক্রীড়াঙ্গন ভাবা যায় না।’
অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ‘উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এমন কর্মকান্ড চলমান থাকা জরুরি।’
বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন, ‘ফিটনেস না থাকায় কোন খেলায়ই সফলতা সম্ভব নয়।’
আরিফ যোবায়ের আরো বলেন, ‘এনপিআরসি বিশেষায়িত প্যারালাইসিস, আর্থ্রাইটস, অটিজম এবং ক্রীড়া জনিত ইনজুরির ফিজিওথেরাপি, পুর্নবাসন, শারিরিক ফিটনেস ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ঢাকার প্রাণকেন্দ্রে ও ফেডারেশনগুলোর সন্নিকটে নিজস্ব ভবনে অবস্থিত হওয়ায় এবং বিশ্বমানের চিকিৎসা সামগ্রী, দক্ষ জনবল ও ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে গঠিত বিধায়, বিজ্ঞানসম্মত ও যুগপযোগী সেবা প্রদান করায় পারদর্শী ও অঙ্গীকারাবদ্ধ।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ডা. শাখাওয়াত হোসেন, নাটাবের মহাসচিব খায়রুদ্দিন আহমেদ মুকুল।
বাসস/সবি/১৮৫১/স্বব